স্টাফ রিপোর্টারঃ
কক্সবাজার উত্তর বন বিভাগের ফাসিয়াখালী রেঞ্জের ডুলাহাজাড়া বিটের বনভূমি থেকে অবৈধ স্হাপনা উচ্ছেদ করে সংশ্লিষ্ট প্রশাসন।
গত বৃহস্পতিবার রাত ২টা ও শুক্রবার সকাল ১০টার দিকে অত্র বনবিটের হাসিনা পাড়ায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
এবিষয়ে ডুলাহাজারা বনবিট কর্মকর্তা মোঃইলিয়াছ হোসেন জানান,গোপনে খবর পেয়ে গিয়ে দেখি,অবৈধভাবে বনভূমি দখল করে কাগজে মুড়িয়ে ঘর নির্মাণ করেছে।তাই ফাঁসিয়াখালী নবাগত রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক আশিকুর রহমান স্যারের নির্দেশ আমার নেতৃত্বে স্হাপনাটি দুইদপে উচ্ছেদ করে ২০শত জমি দখলমুক্ত করেছি।তাই অবৈধ দখলদার বিরুদ্ধে বন আইনে ব্যবস্হা নেওয়া হবে।এসময় বিটের স্টাফগণ,হেডম্যান অভিযানে অংশগ্রহণ করেন।