জিয়াউল হক জিয়াঃ
সেহেরী খেয়ে,মসজিদ গিয়ে নামাজ আদায় করে,পরে নিজ বিছানায় ঘুমাতে গিয়ে, সবার অজান্তে চির বিদায় নিলেন চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জামাল হোছাইন,ইন্নালিল্লাহী….. রাজিউন।
মৃত্যূকাল তার বয়স হয়েছিল (৬৫) বছর।
সোমবার (১৯ এপ্রিল) সকাল আটটার দিকে নিজ বাড়ীতে ঢলে পড়ে ইন্তেকাল করেছেন।
জানা যায়,আলহাজ্ব জামাল হোছাইন (৬৫) অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান,বীর মুক্তিযোদ্ধা এবং উলুবনিয়া গ্রামের বাসিন্দা মরহুম মফজল আহমদের দ্বিতীয় পুত্র।
মৃত্যূর সত্যতা নিশ্চিত করে জামাল হোছাইনের প্রথম পুত্র আসন্ন ইউপি নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কলিম উল্লাহ কলি জানিয়েছেন,সেহেরী খেয়ে মসজিদে নামাজ পড়ে,বাড়ী গিয়ে নিজ বিছানায় ঘুমিয়েছিলেন।সকাল ৮টার সময় আমার আব্বা ঘুম থেকে উঠে টয়লেটে যায়।সেখান থেকে এসে বিছানায় পাশে যেতে-যেতে ঢলে পড়ে।তখন আমরা দ্রুত মালুমঘাট মেমোরিয়াল খ্রীষ্টান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্বুকে দেখে মৃত্যূ বরণ করেছেন বলে জবাব দেন।পরে বাড়ীতে নিয়ে আসি।আজ আসরের নামাজের পরে জানাজার নামাজ আদায় শেষে দাফন সম্পন্ন করা হয়েছে। আমার আব্বুর জন্য সকলের কাছে দোয়া চাই।