বার্তা পরিবেশক।
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ্ব জামাল হোছাইন এর অকাল মৃত্যূতে, অত্র ইউনিয়নের ২নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক ও নতুন টিভি চ্যানেলের বিশেষ প্রতিনিধ অসীম কুমার মোহন্ত গভীর শোক প্রকাশ ও শোকহত পরিবারে প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
আলহাজ্ব জামাল হোছাইন (৬৫) অত্র ইউনিয়নের উলুবনিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান মরহুম মফজ্জল হোছাইনের পুত্র।
অসীম কুমার মোহন্ত জানান,আলহাজ্ব জামাল হোছাইন ছিলেন একজন ত্যাগী নেতা,রাজপথের লড়াকু সৈনিক,দলের র্দূসময়ের কান্ডারী।যার ত্যাগ,অক্লান্ত পরিশ্রমে দলকে সুসংগঠিত করে শক্তিশালী করেছেন।এছাড়াও প্রবীণ নেতাদের মধ্য তিনি ছিলেন আমার খুব প্রিয়নেতা,বিশ্বস্ত ব্যক্তি।বিধায় মরহুমের মৃত্যূতে বিদায় মাগফেরাত কামনা সহ শোকাহত পরিবারের কাছে সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য,সোমবার(১৯ এপ্রিল) সেহেরী খেয়ে মসজিদে নামাজ পড়ে,বাড়ী গিয়ে নিজ বিছানায় ঘুমিয়েছিলেন।সকাল ৮টার সময় আমার আব্বা ঘুম থেকে উঠে টয়লেটে যায় তিনি।সেখান থেকে এসে বিছানায় পাশে যেতে-যেতে ঢলে পড়ে।তখন তাকে দ্রুত মালুমঘাট মেমোরিয়াল খ্রীষ্টান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে মৃত্যূ বরণ করেছেন বলে জবাব দেন।পরে বাড়ীতে নিয়ে আসা হয়।একই দিন আসরের নামাজের পরে জানাজার নামাজ আদায় শেষে দাফন সম্পন্ন করা হয়েছে।