টেকনাফ প্রতিনিধি :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের অভিযানে ৬হাজার ৮’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় মাদক বিক্রির ৩২হাজার টাকাও জব্দ করা হয়।
বুধবার (২৩ফেব্রুয়ারি২২ ) বিকাল সাড়ে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউপির কুতুবদিয়া পাড়া এলাকায় আবুল কাশেমের বাড়িতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারি পরিচালক সিরাজুল মোস্তফার নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযানে যায়।এসময় তাদের উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজন পালিয়ে যায়।
পরে ঘরে তল্লাশি করে একটি শপিংব্যাগের ভিতর থেকে ৬হাজার ৮শ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৩২ হাজার নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানান সহকারি পরিচালক সিরাজুল মোস্তফা।
অভিযানের এসময় পালিয়ে যাওয়া আবুল কাশেমের ছেলে জিহাদুল ইসলাম ও মৃত শামশুল আলমের ছেলে জামাল উদ্দিনকে পলাতক আসামি করে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি। যার পি আর নং ২১/২০২২।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানিক টিমকে ধন্যবাদ জানিয়ে অনেকে বলেন,দীর্ঘদিন ধরে জিহাদ মাদক ব্যবসায় জড়িত।তবে বিভিন্ন সময় তার ইয়াবাসহ মানুষ আটক হলেও কৌশলে জিহাদ বেঁচে যায়। দায়েরকৃত মাদক মামলায় দ্রুত আসামিদের আটক করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।