সাইফুদ্দীন আল মোবারক :
টেকনাফ সেন্টমার্টিন নৌপথে টেকনাফগামী একটি যাত্রীবাহী ট্রলারের ইঞ্জিন বিকলেন ঘটনা ঘটেছে। শতাধিক যাত্রী সহ ট্রলারটি স্রোতের টানে ভাসতে ভাসতে মিয়ানমারের জলসীমার কাছাকাছি পৌঁছলে যাত্রীরা টেকনাফ মডেল থানায় ফোন করে অবহিত করেন। অবশেষে শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির একটি টিম ঘটনাস্থলে গিয়ে তাঁদেরকে উদ্ধার করেন। উদ্ধারকৃত যাত্রী ও ট্রলারটি বর্তমানে শাহপরীর দ্বীপ ঘাটে রয়েছে বলে জানা গেছে। শুক্রবার (২৭ আগস্ট) বিকালে নাফ নদীর শাহপরীর দ্বীপ পয়েন্টের কাছাকাছি জলসীমায় এ দুর্ঘটনা ঘটে। টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান জানান, ফোন পাওয়ার সাথে সাথে শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির একটি টিম ট্রলার সহ ঘটনাস্থলে পৌঁছায়। তাৎক্ষণিক নাফ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা শতাধিক যাত্রী সহ ট্রলারটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের পক্ষ থেকে শুকনো খাবার ও পানি সরবরাহ করা হয়েছে।