এম এ হাসান
কক্সবাজারের টেকনাফ কোস্ট গার্ডের অভিযানে সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন এলাকায় সমুদ্রপথে পাচারের সময় ১লাখ ৭৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। ৩ অক্টোর (রবিবার) সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিসিজি স্টেশন সেন্টমার্টিন কমান্ডার লেঃ এম তারেক আহমেদ এ নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে সেমার্টিনের ছেরাদ্বীপ সংলগ্ন এলাকায় একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা বাংলাদেশ জলসীমানায় প্রবেশ করতে দেখা যায়। নৌকাটি গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা উক্ত নৌকাটিকে ধাওয়া করে নৌকা থেকে হলুদ রংয়ের দুইটি প্লাস্টিকের বস্তা সাগরে ফেলে নৌকাটি দ্রুত মায়ানমারের সীমানায় প্রবেশ করে। পরবর্তীতে বস্তা দুটি তল্লাশি করে ১ লাখ ৭৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।