এম এ হাসান।
টেকনাফ উপজেলা মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যেগে টেকনাফ সমুদ্র সৈকতে মোবাইলকোর্ট পরিচালনা করা হয়।
সমুদ্রে ৬৫দিন মাছ আহরণ বন্ধ থাকার শর্তেও এই আইনকে অমান্য করে মাছ ধরার অপরাধে ২০ হাজার মিটার কারেন্ট জাল, ৫০টি মশারীনেট জব্দ করে ধ্বংস করা হয়। এ আদেশ অমান্য করায় একজন ফিশিং বোটের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
৫ জুলাই (সোমবার) বিকালে এ অভিযান পরিচালনা করা হয় বলে উপজেলা মৎস্য অধিদপ্তর জানান। অভিযানের নেতৃত্বদেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবুল মনসুর,এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, নৌপুলিশের ওসি,
কোস্টগার্ডের স্টেশন কমান্ডার, পুলিশের এসআইসহ গণ্যমান্যগণ উপস্থিত ছিলেন।