জুবাইরুল ইসলাম জুয়েল
কক্সবাজারের টেকনাফ অলিয়াবাদ স্টেশনের শাপলা চত্বর থেকে র্যাব-১৫ এর অভিযানে রোহিঙ্গা মৃত তাজর মুল্লুকের পুত্র আব্দুল লফিত (৬৪) নামের এক মাদক ব্যবসায়ীকে কে ৩ কেজি ক্রিস্টাল মেথ আইস’সহ গ্রেফতার করেছে। ১লা অক্টোবর (শুক্রবার) বিকাল সাড়ে ৩ টারদিকে এসব মাদকদ্রব্য সহ তাকে গ্রেফতার করা হয়। আটককৃত আসামি, রোহিঙ্গা আব্দুল লফিত (৬৪) পিতা: মৃত তাজর মুল্লুক অস্থায়ী ঠিকানা টেকনাফের ৪ নং ওয়ার্ড অলিয়াবাদ স্টেশনের জহুর উদ্দিনের ভাড়াবাসা। এদিকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫) কক্সবাজারের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, র্যাব-১৫ কক্সবাজার গােপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে , কতিপয় মাদক কারবারী কক্সবাজার জেলার টেকনাফ পৌরসভাস্থ অলিয়াবাদ শাপলা চত্বরের সামনে আল মদিনা গ্রুস এন্ড হার্ডওয়্যারের সামনে প্রধান সড়কে অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে জহুর উদ্দিনের ভাড়াবাসায় অবস্থানকারী রোহিঙ্গা মৃত তাজর মুল্লুকের পুত্র আব্দুল লফিত (৬৪) কে ১টি শপিং ব্যাগসহ আটক করে। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে শপিং ব্যাগটি তল্লাশী করে ৩ কেজি ক্রিস্টাল মেথ আইস পাওয়া যায় যার মূল্য প্রায় ৩ কোটি টাকা। র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়েরের পর জব্দকৃত ক্রিস্টাল মেথ আইস’সহ ধৃত মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।