এম এ হাসান:
কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে ডাব্লিউ এফপি এনজিওর মিনি পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে টেকনাফ সদর ইউনিয়নের দরগার ছড়া এলাকার মেরিন ড্রাইভ সড়কে এ ঘটনা ঘটে।
উক্ত দূর্ঘটনায় নিহত হলেন, টেকনাফ উপজেলা সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকার জমির আহমদ এর ছেলে সিএনজি ড্রাইভার মোঃ সাদেক (২৭) ও পৌরসভার জালিয়া পাড়ার মাহফুজা (১৬) বলে জানা গেছে। এ ঘটনায় আহত দুই জনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।তাদের অবস্থা আশঙ্কাজনক বলে সুত্রে জানা গেছে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এবং লাশ দুইটি টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।