টেকনাফ প্রতিনিধি।
টেকনাফ বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালীর তুলাগাছ তলা নামক এলাকা থেকে পলাতক মামলার এক আসামিকে আটক করেছে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ।
উল্লেখ্য, গত ০৩/০৩/২০২১ ইং তারিখ নোয়াখালী পাড়ার আমির হোসাইন পাসপোর্ট সংক্রান্ত বিষয় নিয়ে মোঃউল্লাহর বাড়িতে গেলে হামলার শিকার হয়। পরবর্তীতে আমির হোসাইনের স্ত্রী ইয়াসমিন আক্তার বাদি হয়ে মোঃ উল্লাহ’র পুত্র আটককৃত জসিম উদ্দিনকে প্রধান আসামী করে ৪জনের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-০৭/১৫৬ তারিখ ০৩/০৩/২০২১ইং।
সুত্রে জানায়, ৩০ জুন ( বুূধবার)উত্তর শিলখালী থেকে বাহারছড়া তদন্ত কেন্দ্রের এসআই বুলবুল আহমদের নেতৃত্বে অভিযান চালিয়ে স্থানীয় মোহাম্মদ উল্লাহ’র ছেলে জমিস উদ্দিন(২২) আটক করা হয়েছে।
এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা বাহারছড়া তদন্ত পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনস্পেক্টর নুর মোহাম্মদ জানান, মামলার আসামী ধরা পড়েছে।বাকি আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত থাকবে।