মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
 সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদক নির্মুল সম্ভব -বাইশারীতে আইন শৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় সভায় পুলিশ সুপার কাওছার দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে : রামু সুজনের ইফতার মাহফিলে বক্তারা রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন কক্সবাজার জেলা শাখার উদ্যোগে দোয়া  ও ইফতার মাহফিল অনুষ্ঠিত চকরিয়া ডাকাতি মামলার তিন আসামীকে গ্রেফতার করেন পুলিশ লামায় ঋণের চাপে গলায় ফাঁস দিয়ে মুক্তিযোদ্ধার সন্তানের আত্মহত্যা পেকুয়ায় লবণমাঠ দখলে নিতে ফাঁকা গুলি ছুটলো র্দূবৃত্তরাঃআহত-১৬ চকরিয়ায় অস্ত্র,মাদক ও টমটম চুরি মামলা মিলে ৪ আসামী গ্রেফতার মহেশখালী প্রেস ক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত বাইশারী ইউনিয়ন যুবদল,ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মাতারবাড়ীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

টেকনাফ প্রধানসড়কের ফুটপাত দখলে নিল বালি ব্যবসায়ীরা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ২৭১ বার পঠিত

এম এ হাসান

কক্সবাজারের টেকনাফ পৌরসভার প্রধান সড়কের পৌরসভার ২নং ও ৩নং ওয়ার্ড সংলগ্ন পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পুরাতন ট্রান্সপোর্ট এলাকায় প্রধান সড়ক দখল করে স্থানীয় একটি প্রভাবশালী চক্র ইট-বালি ও খোয়ার ব্যবসা করে আসছেন৷ এতে চলাচল করতে দুর্ভোগ পোহাচ্ছেন পথচারীরা। সড়কের দুই পাশেই ফুটপাত দখল করে অবৈধভাবে চলছে ইট, বালি, পাথর ব্যবসা। বাতাসে উড়ছে ধুলাবালি নষ্ট হচ্ছে পরিবেশ। একপাশে খোলা ডাস্টবিন ছড়াচ্ছে দুর্গন্ধ। পথ চলতে দুর্ভোগ পোহাতে হচ্ছে উপজেলা পরিষদ,হাসপাতালগামী লোকজন ও রোগীদের। এ অবস্থা টেকনাফ পৌরসভার কে কে পাড়া, পুরাতন পল্লান পাড়া এলাকায় বসবাসরত স্থানীয় বাসিন্দা ও পথচারীদের অভিযোগ, কতিপয় ব্যবসায়ী ফুটপাত দখল করে ইট, বালি ও পাথর রাখায় সারা দিনই সড়কে উড়ছে ধুলাবালি। তা বাতাসে উড়ে আশপাশের বাসা বাড়িতে ঢুকছে। এলাকাটি টেকনাফ পৌরসভার ২নং ওয়ার্ডের। এব্যাপারে ২নং ওয়ার্ড কাউন্সিলর আবু হারেছ বলেন, সড়কের পশ্চিম পাশের পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় অবৈধভাবে প্রধান সড়কের উপরে দীর্ঘদিন ধরে একটি চক্র ইট, বালি,পাথর রেখে বিক্রি করে আসছে। আমি বিষয়টি পৌর মেয়রকে অবহিত করেছি। তবে আমি চাই শীঘ্রই উক্ত স্থান থেকে ইট, বালি সরিয়ে নেওয়া হোক। শনিবার (২৩ অক্টোবর) সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের দুই পাশে ইট, বালি ইত্যাদি রেখে ডাম্পার গাড়ি সড়কের উপর রেখে বিক্রি করা হচ্ছে বালি।
এর মধ্যে সবচেয়ে বেশি স্তুপ করে রেখেছে বালি। এছাড়া দক্ষিণ পাশে সড়কের ওপর আছে ডাস্টবিন। এলমেলো করে রাখা আছে অনেক গুলো ময়লা রাখার কনটেইনার। সেখান থেকে প্লাস্টিকের বিভিন্ন সরঞ্জাম সংগ্রহ করতে তা ঘাঁটাঘাঁটি করছেন টেকনাফ পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা। এতে করে বাতাসে বেশি দুর্গন্ধ ছড়াচ্ছে বলে জানিয়েছেন পথচারীরা।
এ বিষয়ে স্থানীয় দোকানদার তারেক বলেন, এমনিতেই টেকনাফ পৌরসভার সড়কে ফুটপাত দখলে রয়েছে। এই সড়কে কিছুটা ফুটপাত থাকলেও দখল করে রেখেছেন দোকান মালিকেরা। আর ধুলাবালির কারণে ঐপথ দিয়ে চলাচল করা দায়। ফুটপাত দখল হওয়ায় চলাচল করতে কষ্ট হচ্ছে ।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এ এলাকায় ইট-বালির ব্যবসা চলছে। সড়কে বালি রাখায় সারাদিনই সড়কে ধুলাবালি উঁড়ে। জানালা খুলেলই ঘরের ভেতরে চলে আসে। ভালো কোনো কাপড় পরে এই সড়কে এলেই ময়লা হয়ে যায়। তাছাড়া সড়কে ডাস্টবিন রাখায় এলাকার বাসিন্দাদের ভোগান্তি পোহাতে হয়। ধুলাবালির কারণে মানুষের ভোগান্তির কথা স্বীকার ও যানযট বিষয়ে ইমারত ব্যবসায়ী নুরুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, রাস্তার উপরে রাখা বালি আমার নয়। তারা ৩/৪ জন মিলে সিন্ডিকেট করে সড়কের উভয় পাশে বালি ও ইট, পাথর মনু ও শাকেরের। বালি ও ইট পাথর লাইসেন্স ও অনুমতি বিষয়ে জানতে চাইলে তিনি অস্বীকার করে মোবাইল ফোন কেটে দেয়।
এ বিষয়ে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরফানুল হক চৌধুরী জানান, বিষয়টি খুবই দুঃখজনক ধারণা করেছিলাম সড়কের পাশে চলমান ড্রেনেজ নির্মাণ কাজের মাটি। তবে বিষয়টি দেখে জরুরি ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs