এম এ হাসান:
কক্সবাজার টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ হাফিজুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করলেন নব গঠিত টেকনাফ উপজেলা প্রেস ক্লাব। ১২ জানুয়ারি (বুধবার) দুপুরে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, টেকনাফ মডেল থানার সেকেন্ড অফিসার এসআই আবদুল বাতেন,টেকনাফ উপজেলা প্রেস ক্লাবের নব-নির্বাচিত সভাপতি নুরুল হোসাইন,টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও মফস্বল সাংবাদিক ফোরাম টেকনাফ উপজেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহফুজুর রহমান, মফস্বল সাংবাদিক ফোরাম টেকনাফ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শেখ রাসের, সাধারণত সম্পাদক নাছির উদ্দিন রাজ,উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক জিয়াবুল হক জিয়া,উপকূলীয় সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক ও দৈনিক রূপালী সৈকত’র (স্টাফ রিপোর্টার) এম এ হাসান সহ প্রেস ক্লাবের সিনিয়র নেতৃত্ববৃন্দ গণ।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান বলেন, মাদক, সন্ত্রাসী ও ডাকাতি সহ আইনশৃঙ্খলা বিরোধী কাজে যারা জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ অঞ্চলে শান্তিশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। এবং মাদক ও সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে সকলের সহযোগিতা কামনা করেন।