সংবাদ বিজ্ঞপ্তি:
টেকনাফ উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির বিশেষ জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ নভেম্বর-২০২৪ শুক্রবার বিকেল ৩ ঘটিকার সময় টেকনাফ উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইন’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ আজিজ উল্লাহ আজিজের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন,টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহফুজুর রহমান, যুগ্ন সম্পাদক মোঃ আলমগীর আজিজ,সাংগঠনিক সম্পাদক নুরুল আবছার,অর্থ সম্পাদক মোঃ ফরহাদ,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন ইমন,জাতীয় সাংবাদিক সংস্থার টেকনাফ কমিটির যুগ্ন সম্পাদক ও বাংলাদেশ সমাচারের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শহীদুল্লাহ, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ইব্রাহীম, প্রেসক্লাবের সদস্য আনোয়ার কামাল। উপস্থিত ছিলেন, সদস্য ওহিদুল মোস্তফা,ইমান হোসাইন, সোলতান আহমদ ও নুরুল আলম।
টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইন বক্তব্যে বলেন,প্রেসক্লাবের সকল কার্যক্রম গঠনতন্ত্র অনুযায়ী মেনে চলতে হবে। গঠনতন্ত্র না মানলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। সমাজে ঘটে যাওয়া সব ঘটনার সংবাদ আপনাদের লেখনীর মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে। প্রকৃত সংবাদকর্মীরাই পারে সত্য ও সুন্দর বস্তুনিষ্ঠ লিখনির মাধ্যমে একটি বৈষম্যহীন কল্যাণকর রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে পারে।
সভার শেষে প্রেসক্লাবের কার্যকরী কমিটিতে ৩জন অন্তর্ভুক্ত হলেন,মোঃ শহীদুল্লাহ, নুরুল আলম ও সোলতান আহমদ।