নুরুল আবছার,টেকনাফ:
সাংবাদিকদের অধিকার আদায়ের সংগঠন টেকনাফ উপজেলা প্রেসক্লাব ও হিউম্যান এইড ইন্টারন্যাশনাল টেকনাফ উপজেলা শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৯ মার্চ) বিকালে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের মিলনায়তনে উক্ত মাহফিল অনুষ্ঠিত হয়। টেকনাফ উপজেলা প্রেসক্লাব ও হিউম্যান এইডের সভাপতি নুরুল হোসাইনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ আজিজ উল্লাহ আজিজের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিউম্যান এইড ইন্টারন্যাশনাল টেকনাফ উপজেলা শাখার সাধারন সম্পাদক ও হোয়াইক্যং কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি হারুনর রশিদ সিকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,হিউম্যান এইড ইন্টারন্যাশনাল টেকনাফ উপজেলা শাখার সহ-সভাপতি রেজাউল করিম শরীফ, সহ-সভাপতি দিল মোহাম্মদ দিলু কাউন্সিলর, সহ-সভাপতি মোঃ কলিম উল্লাহ,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরওয়ার আলম,হোয়াইক্যং ইউনিয়ন কৃষকলীগের সভাপতি খোরশেদ আলম।
উপস্থিত আছেন,হিউম্যান এইড ইন্টারন্যাশনাল টেকনাফ উপজেলা শাখার সহ ত্রান বিষয়ক সম্পাদক গফুর আলম,সমাজ সেবক সেবর আলম, টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ফরিদ বাবুল, যুগ্ম সম্পাদক আলমগীর আজিজ, সাংগঠনিক সম্পাদক নুরুল আবছার,তথ্য ও প্রযুক্তি সম্পাদক জসিম উদ্দিন ইমন, সাংস্কৃতিক সপম্পাদক রহমত উল্লাহ, নির্বাহী সদস্য রশিদ আহমেদ, সদস্য ঈমান হোসাইন, অহিদুল মোস্তফা, মানবাধিকারকর্মী মোঃ আব্দুল্লাহ, মোঃ আনোয়ার কামাল, এনজিও প্রতিনিধি,শিক্ষকবৃন্দ,
সাংবাদিকগণ, রাজনৈতিক ব্যক্তি বর্গ সহ বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা বৃন্দ।
আলোচনা শেষে সবার সু-শান্তি ও সমৃদ্ধ কামনা করে মোনাজাত পরিচালনা করেন আনিস বিন মালেক মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল্লাহ মুরাদ।