এম এ হাসান:
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফ পৌরসভার ৯নং ওয়ার্ডের জালিয়া পাড়া এলাকায় টেকনাফ মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে ১০হাজার পিস ইয়াবা, নগদ ১৫ হাজার টাকা ও একটি মোবাইলসহ এক নারী মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি টেকনাফ পৌরসভা ৯নং ওয়ার্ডের জালিয়ার পাড়ার আবুল কাশেমের মেয়ে সমজিদা বেগম (৩৮),
শুক্রবার (১১ ফেব্রুয়ারি ) গভীর রাতে টেকনাফ পৌরসভা ৯নং ওয়ার্ডের জালিয়া পাড় সমজিদা বেগম এর বসতঘর থেকে ১০ হাজার পিস ইয়াবা ও নগদ ১৫ হাজার টাকা একটি মোবাইল উদ্ধার করে পুলিশ দুপুরে টেকনাফ মডেল থানার ওসি মো: হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সমজিদা বেগম এর বসতঘর থেকে ১০ হাজার পিস ইয়াবা ও ১৫ হাজার টাকা ও একটি মোবাইলসহ এক নারীকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, জব্দকৃত মাদকসহ গ্রেফতার আসামিকে মাদক আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।