এম এ হাসান, টেকনাফ
কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপে অভিযান চালিয়ে সাড়ে তিন লাখ ইয়াবার চালান উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ভোর রাতে উক্ত অভিযান পরিচালনা করা হয়। তবে ইয়াবা গুলো জব্দ করা হলেও পাচার কারিরা পালিয়ে যায়। টেকনাফ কোস্টগার্ড স্টেশান কামান্ডার লেঃ কমান্ডার এম নাঈম উল হক সংবাদ সম্মেলনে জানায়, সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের পশ্চিম পাড়া ঘাট সংলগ্ন এলাকায় ইয়াবা পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ কোস্টগার্ড সদস্যরা অভিযান পরিচালনা করেন। এ সময় পাচার কারিরা কোস্টগার্ডের উপস্থিত টের পেয়ে সাদা রংঙের বস্তা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে পরিত্যাক্ত বস্তা তল্লাশি করে ৩লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে কোস্টগার্ড । উদ্ধার হওয়া ইয়াবা আইনি প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।