সাইফুদ্দীন আল মোবারক।
কক্সবাজারের টেকনাফ সদরের শিলবনিয়া পাড়ায় ২০ হাজার ইয়াবাসহ একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় পাচার কারীর ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয় । রবিবার ১টার দিকে টেকনাফ সদরের শীলবনিয়া পাড়ায় এক বাসতবাড়িতে
অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ মোহাম্মদ হোসাইন (৪৮) কে আটক করা হয় । ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ জোনের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা মুকুল জানান,মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদে জানা যায় যে, কতিপয় মাদক ব্যবসায়ী নিজ বাড়িতে ইয়াবা মজুদ রাখা হয়েছে। উক্ত সংবাদে
ধৃত আসামীর বাড়ি তল্লাশি করে একটি শপিং ব্যাগের ভিতর লুকানো ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয় ।আটক আসামী নিয়মিত মামলার পর জব্দ
মাদক সহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি ।