এম এ হাসান।
২৮ জুন (সোমবার) সকাল ১১টার সময় শামলাপুর নামার বাজারে ২টি বরফ কলে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা থাকার শর্তেও কতিপয় জেলে আইন প্রয়োগকারী সংস্থা ও মৎস্য বিভাগকে ফাঁকি দিয়ে সাগরে মাছ ধরে বরফ কলে জমা রাখে। এর খবরের প্রেক্ষিতে টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তার মোঃ দেলোয়ার উদ্যোগে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার ভুমি আবুল মনসুর নেতৃত্বে বাহারছড়া ইউনিয়নের শামলাপুর নামার বাজারে হাফেজ আহমদ ও রশিদের মালিকানাধীন বরফ কলে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে ৭৫ হাজার টাকা জরিমানা করা করেন এবং স্তূপকৃত বরফ ধ্বংস করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাহারছড়া কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার, পুলিশ ও স্থানীয় গণ্যমান ব্যাক্তি প্রমুখ।