সাইফুদ্দীন আল মোবারক :
কক্সবাজার টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ চার মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
জানা যায়,রবিবার ( ২৩ই মে) দুপুর সাড়ে বারোটার দিকে টেকনাফ মডেল থানা পুলিশের একটি চৌকষ টিম মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে টেকনাফ থানাধীন হ্নীলা ইউপিস্থ রঙ্গীখালী এলাকা হতে তাদের আটক করতে সক্ষম হয়। সে সময় তাদের হেফাজতে থাকা ১০হাজার ইয়াবা ট্যাবলেট উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা হয়। আটকরা হলেন মৃত আবুল হোছাইনের পুত্র মোঃ দেলোয়ার হোছাইন (২৫), মোঃ আনোয়ার হোছাইন (২৮),মোঃ সেলিমের মেয়ে ছমিরা আক্তার (২৪),জামাল হোসেনের পুত্র শাহ আজম (২৮)। ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।