এম এ হাসান:
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে কোস্টগার্ডের সদস্যরা অভিযান পরিচালনা করে ১লাখ ৩৩ হাজার পিস ইয়াবা ও মাদক পাচারের একটি কাভার্ড ভ্যান একজন মাদক পাচারকারীকে আটক করেছে। আটক ব্যক্তি যশোর জেলার বেনাপুর গ্রামের ছোট আসরা এলাকার আজগর আলীর পুত্র আজমির আলী (৩১)।
শনিবার (১৯ ফেব্রুয়ারী) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেঃ কামান্ডার (বি.এন) খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন।
কোস্টগার্ড জানান, শনিবার ভোর রাতে টেকনাফ কোস্টগার্ড স্টেশান কমান্ডার লেঃ কমান্ডার সৈয়দ তৈয়মুর পাশার নেতৃত্বে পৌর সভার নাইট্যং পাড়ার বাস টার্মিনালে ইয়াবার বড় একটি চালান ট্রাক যোগে পাচার হতে পারে এমন সংবাদের ভিত্তিতে
অভিযান পরিচালনা করেন। এ সময় পাচারকারিরা কোস্টগার্ডের উপস্থিত টের পেয়ে পালানোর সময় ধাওয়া করে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি ও জব্দকৃত ইয়াবা আইনি প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।