এম এ হাসান:
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের মারিশ বনিয়া এলাকায় পশ্চিম বঙ্গোপসাগরে মাছ শিকার করতে যাওয়া এক জেলের জালে ২ হাজার ৫’শত পিস ইলিশ মাছ ধরা পড়েছে।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) ভোর রাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মারিশ বনিয়া এলাকার মোঃ কামালের ফিশিং নৌকাটি পশ্চিম বঙ্গোপসাগরে ৫ জন মাঝি মাল্লা নিয়ে মাছ শিকারে যায়। পরে তাদের জালে ২ হাজার ৫’শত পিস ইলিশ মাছ ধরা পড়েছে।
১৪ ফেব্রুয়ারী (সোমবার) বিকালে ৫জন মাঝি-মাল্লা নিয়ে পশ্চিম বঙ্গোপসাগরে মাছ শিকার করতে যায়। এ সময় বঙ্গোপসাগরে ইঞ্জিন চালিত ছোট ফিশিং নৌকাটি মুরের জাল নিয়ে মাছ শিকারে যায় বলে উক্ত নৌকার মাঝি মো: হেলাল উদ্দিন দৈনিক রূপালী সৈকতকে জানান। পরে তাদের একজালে ধরা পড়ল ২ হাজার ৫’শত পিস ইলিশ মাছ সহ বিভিন্ন প্রকারের সামুদ্রিক মাছ। জালে ধরা পড়া মাছের উজন প্রায় ১০ মণ হবে বলে মাঝি হেলাল উদ্দিন কে জানান, হঠাৎ করে মাছবর্তী ইলিশ মাছ গুলো একনজর দেখতে ভিড় করে এলাকার উৎসুক জনতা।
এ ব্যাপারে টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: দেলোয়ার হোসাইন দৈনিক রূপালী সৈকতকে জানান, ইলিশ আমাদের জাতীয় মাছ খেতে বেশ সুস্বাদু। মূলত অক্টোবর মাসে ইলিশ ডিম দেয় পশ্চিম বঙ্গোপসাগরে। এতে করে সরকার কর্তৃক প্রতিবছর অক্টোবর মাসে ২২ দিন ও ৬৫ দিয়ে নিষেধাজ্ঞা নেওয়ার কারণে জেলেরা তার সুফল পাচ্ছে।