এম এ হাসান,টেকনাফ।
টেকনাফে র্যাব অভিযান পরিচালনা করে ১কেজি ওজনের ক্রিস্টাল মেথ (আইস) সহ এক মাদক কারবারিকে আটক করেছে। ধৃত মাদক কারবারি হলেন, টেকনাফ পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর নাইট্যং পাড়ার মৃত সৈয়দ হোসেন এর পুত্র মো: ইউনুস প্রকাশ (ইনিয়া) ৩৫।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ-কক্সবাজার সড়কের উপর অভিযান পরিচালনা করে একটি শপিং ব্যাগ সহ উক্ত আসামিকে গ্রেফতার করা হয়।
এবিষয়ে আজ বিকালে সিপিসি-১ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন, স্কাউট কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো: আবু সালাম চৌধুরী। তিনি আরো জানান, ধৃত আসামি ও জব্দকৃত আইস সহ সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।