এম এ হাসান, টেকনাফ
টেকনাফ রোহিঙ্গা ডাকাতের গুলিতে দুইজন স্থানীয় গুলিবিদ্ধ হয়েছে। ২২ এপ্রিল রাত ৮ টায় নেচার পার্ক সংলগ্ন উত্তর দমদমিয়ায় এ ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্র জানায়, রোহিঙ্গা ডাকাত অপহরণ করতে গিয়ে স্থানীয়রা বাধাঁ দিলে ডাকাতেরা এলোপাতাড়ি গুলি করলে এতে স্থানীয় ২জন গুলিবিদ্ধ হয়। এরা হচ্ছেন,দমদমিয়া এলাকার মুজিবুল্লাহ ছেলে আয়াজ(১৯) ও জাদিমোরার বাচা মিয়ার পুত্র মোহাম্মদ হোসেন(৩০)। এদেরকে টেকনাফ স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে কক্সবাজারে রেফার করা হয়। এরমধ্যে মোঃ হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সুত্রে জানা গেছে।পুলিশ খবর পেয়ে টেকনাফ মডেল থানার উপপরিদর্শক সানাউল টেকনাফ সদর হাসপাতালে রয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।