টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়কে ৪৫ বছর বয়সী এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে মেরিনড্রাইভ কালভার্টের নিচে মরদেহটি উদ্ধার করেছে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ। টেকনাফ বাহারছড়া শামলাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুর মোহাম্মদ বলেন, সকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কচ্ছপিয়া গ্রামের পশ্চিমে মেরিনড্রাইভ সড়কের কালভার্টের নিচে মৃতদেহটি পাওয়া যায়। এটি অপরিচিত ব্যক্তির মৃতদেহ। স্থানীয় লোকজন মৃহদেহটি দেখে পুলিশকে খবর দেয়। টেকনাফ মডেল থানার (ওসি) মো. হাফিজুর রহমান বলেন- সাদা পাঞ্জাবি পায়জামা পরিহিত মৃতদেহটির কোথাও ক্ষতচিহ্ন নাই। তবে নাকে-মুখে রক্ত বের হওয়ার চিহ্ন দেখা যায়। এখনো নিহতের আত্মীয় স্বজনের সন্ধান পাওয়া যায়নি। তিনি আরো বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে।