এম এ হাসান ।
কক্সবাজারের টেকনাফ সীমান্ত উপজেলা হোয়াইক্যংয়ে বিপুল পরিমাণ বিদেশি বিয়ার সহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। ২৪ সেপ্টেম্বর (শুক্রবার) রাতে হোয়াইক্যং বাজারের দক্ষিণ পাশের ব্রিজের উপর থেকে ১’শত ৭১ টি বিদেশি বিয়ার ক্যান সহ তাকে আটক করা হয়। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান আজ সকালে গণমাধ্যমকে এ সব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানা পুলিশের একটি সঙ্গীয় ফোর্স হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির দায়িত্বরহ এস আই মাহমুদুল হকের নেতৃত্বে একটি টিম মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউপিস্থ খাটাখালী পূর্ব পাড়া এলাকার কাদের হোসাইনের ছেলে মিজানুর রহমান (২১) কে ১’শত ৭১টি অ্যালকোহল জাতীয় বিয়ার ক্যান সহ আটক করা হয়। তিনি আরো জানান, আটককৃত আসামি ও জব্দ কৃত মাদক বিয়ার সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।