এম এ হাসান
কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপ ও হ্নীলার জাদিমুড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ ৬ জন আসামিকে আটক করেছে ২ বিজিবি। এই ঘটনায় পাচার কাজে ব্যবহৃত একটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়েছে। মঙ্গলবার (০৫ অক্টোবর) সকালে এক সংবাদ সন্মেলনে এ সব তথ্য নিশ্চিত করেন, টেকনাফ ২ বিজিবি’র মোহাম্মদ ফয়সল হাসান খান। তিনি জানান, সোমবার (৪ সেপ্টেম্বর) উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া সড়কে তল্লাশী চৌকি ও সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া ঘাট সংলগ্ন নাফ নদীর মোহনায় অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা সহ ৫ জনকে আটক করা হয়। এ সময় একটি মাছ ধরার ট্রলার ও জব্দ করা। আটককৃতরা হলেন- শাহপরীরদ্বীপ মাঝের পাড়া এলাকার মৃত শাহ আলমের ছেলে শামশুল আলম (২৫), শাহপরীরদ্বীপ উত্তর পাড়া মো. হাছনের ছেলে আক্তার হোসেন (৩৫), শাহপরীর দ্বীপ হাজী পাড়ার কালা মিয়ার ছেলে মো: হোসেন (২৮), মুচনী ২৬ নং রোহিঙ্গা শিবিরের বাসিন্দা মৃত আহমদ হোছনের ছেলে জমির হোসেন (৫০), বালুখালী ১৮ নং রোহিঙ্গা শিবিরের বাসিন্দা মৃত বশির আহমদের ছেলে কেফায়াত উল্লাহ (৩০)।
অপরদিকে (০৫ অক্টোবর) মঙ্গলবার গভীর রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায় করিমের বসতবাড়িতে অভিযান চালিয়ে লুকায়িত অবস্থায় ৬০ হাজার পিস ইয়াবা একটি ধারালো কিরিচ হ্নীলা জাদিমুড়া এলাকার মৃত সুলতান আহম্মেদ এর ছেলে মোঃ করিম (২৭) কে আটক করা হয়েছে বলে সংবাদ সন্মেলন নিশ্চিত করেছেন ২ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল ফয়সাল হাসান খান। এ সময় আরো উপস্থিত ছিলেন, টেকনাফ ২ বিজিবি’র উপ অধিনায়ক রোবায়েৎ কবির ও উপ পরিচালক লেঃ এম মুহতাসিম বিল্লাহ (শাকিল)। ধৃতদের জব্দকৃত ইয়াবা ও মালামালসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবির এই কর্মকর্তা।