নুরুল হোসাইন,টেকনাফ:
টেকনাফে বিজিবি’র অভিযানে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও ১জন আসামী সহ আটক করা হয়েছে।
টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ পিএসসি জানান, ১১ ডিসেম্বর ২০২৪ টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি এর অধীনস্থ জীম্বংখালী বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-১৬ হতে ৬০০ গজ উত্তর-পশ্চিম দিকে শামছুর ঘের নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে আসতে পারে।
তিনি আরো জানান, তথ্যের ভিত্তিতে জীম্বংখালী বিওপির একটি চোরাচালান প্রতিরোধ টহলদল শামছুর ঘের এলাকায় গমন করতঃ কৌশলগত অবস্থান গ্রহণ করে। আনুমানিক ৪টা ২০ ঘটিকায় পূর্ব থেকেই কৌশলগত অবস্থানে থাকা বিজিবি টহলদল একজন ব্যক্তিকে নাফ নদী অতিক্রম করে শামছুর ঘের দিয়ে বেড়ীবাঁধের দিকে আসতে দেখে। উক্ত ব্যক্তির চলাচলের গতিবিধি সন্দেহ হওয়ায় টহলদল তাকে আটক করতঃ পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী করে তার কোমরে ফিটিং অবস্থায় ৪ চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত আসামীরা হলেন,টেকনাফ নয়াপাড়া ঝিমংখালী (মধ্য হিল্লা) এলাকার কামাল হোসেনের ছেলে কামরুজ্জামান রাজু (২৫)।
আটককৃত আসামীকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্থান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।