টেকনাফ প্রতিনিধি
কক্সবাজার টেকনাফের মিনা বাজার পয়েন্টে একটি শক্তিশালী সিন্ডিকেটের মাদকের চালান খালাস করতে গিয়েই বন্দুকযুদ্ধে মাদকের চালান বহনকারী একজন নিহত হয়েছে। এই ঘটনায় বিজিবির দুই সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল হতে অস্ত্রাদি ও মাদকের চালান জব্দ করা হলেও শক্তিশালী সিন্ডিকেটের সদস্যরা ধরা-ছোঁয়ার বাইরে থাকায় জনমনে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। জানা যায়, (১৪ নভেম্বর) রবিবার ভোর রাত ২টার দকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের ঝিমংখালী বিওপির বিশেষ টহল দল মাদকের চালান পাচারের সংবাদ পেয়ে মিনাবাজার ও নয়াবাজার সংলগ্ন পয়েন্টে অবস্থান নেয়। কিছুক্ষণ পর ৪/৫জন লোকজন মৎস্যঘেঁর বেয়ে সামনের দিকে অগ্রসর হতে থাকে। তখন বিজিবি অভিযানে তাদের দাড়ানোর জন্য চ্যালেঞ্জ করে সামনে অগ্রসর হলেই দূবৃর্ত্তরা নিরুপায় হয়ে বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে বিজিবির নায়েক সাজদার রহমান (৩৭) এবং ল্যান্স নায়েক মোস্তফা আলী (৩২) আহত হয়। তখন বিজিবি জওয়ানেরা সরকারী সম্পদ ও আতরক্ষার্থে কিছুক্ষণ পাল্টা গুলিবর্ষণ করে। এতে স্বশস্ত্র মাদক কারবারী গ্রুপের সদস্যরা নিরুপায় হয়ে পালিয়ে গেলে ঘটনাস্থল তল্লাশী করে ১লাখ ইয়াবা চালানের বস্তা,১টি দেশীয় লম্বা অস্ত্র ও ১টি খালি খোসাসহ গুলিবিদ্ধ অজ্ঞাত মাদক কারবারীর মৃতদেহ উদ্ধার করে। তবে স্থানীয় সুত্রে সে মিনা বাজারের আবু ছিদ্দিকের পুত্র মোঃ মামুন (২৩) বলে জানা গেছে। আহত বিজিবি সদস্যরাসহ গুলিবিদ্ধ মাদক কারবারীকে চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে আহত বিজিবি সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিছুক্ষণ পর গুলিবিদ্ধ মাদক কারবারী চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এই বিষয়ে দুপুর সাড়ে ১২টায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন সদরের চিত্ত বিনোদন কক্ষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উক্ত সীমান্তে সংঘবদ্ধ স্বশস্ত্র মাদক কারবারী সিন্ডিকেটের অপতৎপরতা,বিজিবি সদস্য আহত হওয়া এবং মাদক চোরাচালান দমনে বিজিরি তৎপরতা সর্ম্পকে বিস্তারিত জানানো হয়। টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (বিজিবিএম, পিএসসি) জানান, হোয়াইক্যং মিনা বাজার সীমান্তে বন্দুকযুদ্ধের ঘটনায় আহত বিজিবি জওয়ানদের চিকিৎসা দেওয়া হয়েছে। গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া মাদক কারবারীর মৃতদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। এই ব্যাপারে তদন্ত স্বাপেক্ষে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।