এম এ হাসান:
টেকনাফে উপজেলা হ্নীলা ইউনিয়নের আওতাধীন মিনাবাজারের ঝিমংখালীতে টেকনাফ বনবিট কর্মকর্তার নের্তৃত্বে অভিযান চালিয়ে ২৫.৫ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। ২৫ জানুয়ারি (মঙ্গলবার) দুপুরে টেকনাফ বন বিট কর্মকর্তা মোঃ আবুল কালাম সরকার নেতৃত্বে
এ অভিযান পরিচালনা করা হয়। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিট কার্য্যালয়ের একটি দল অভিযানে যান। পরে সেখানে গিয়ে মাংসসহ চোরাকারবারীদেরকে আটক করার চেষ্টা করলে তারা অভিযানে আসা দলকে আঘাত করে কোনক্রমে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে তাদেরকে আটক করা সম্ভব না হলেও দু’একজনকে চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার কার্যক্রম চলমান রয়েছে। উদ্বারকৃত মাংসের বর্তমান বাজার মূল্য আনুমানিক ৪০ হাজার টাকা। উদ্বার করা হরিণের মাংস নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে ধ্বংস করার পাশাপাশি জিরো টলারেন্স নীতিকে সামনে রেখে অভিযান চলমান থাকবে বলে তিনি প্রতিবেদককে জানান। অন্যদিকে সাহসী অভিযানকে সাধুবাদ জানিয়েছে টেকনাফবাসী।