সাইফুদ্দীন আল মোবারক :
টেকনাফের বাহারছড়ায় টানা জালে মাছ ধরতে গিয়ে ইঞ্জিনচালিত ফিশিং বুটের পাখার ধাক্কায় হাসান নামে এক রোহিঙ্গা শিশু শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত হাসান (১৩) থাইংখালি রোহিঙ্গা শিবিরের ১৩নং ক্যাম্পের ৮/২ ব্লকের বাসিন্দা সোলতান আহমদের পুত্র। সোমবার (১৫ নভেম্বর) বিকালে উপজেলার বাহারছড়া ঘাটে টানা জালে মাছ ধরতে গিয়ে আকস্মিক এ দুর্ঘটনাটি ঘটে। সূত্রে জানা যায়, উপজেলার বাহারছড়া দক্ষিণ শিলখালীর বাসিন্দা আব্দুর রশিদ প্রকাশ বাদশা ও বশির আহমদের ফিশিং বুট ৩০ জন শ্রমিক সহ বাহারছড়া ঘাটে টানা জাল ফেলতে সমুদ্রে যায়। এসময় নৌকায় চড়ে জাল ফেলতে গিয়ে আকস্মিকভাবে পাখায় ধাক্কা লেগে হাসান নামে রোহিঙ্গা শিশু শ্রমিকটির মৃত্যু হয়। এ বিষয়ে নিহতের মা লায়লা বেগম বলেন, ছেলে বাড়ি থেকে কাউকে না বলে মাছ ধরতে এসে দুর্ঘটনায় মারা গেছে। আল্লাহর হকুম আছে হয়তো এমন মৃত্যুর। মা হিসেবে আমার কারো বিরুদ্ধে কোন অভিযোগ নেই। লাশটি ইসলামি শরীয়ত মোতাবেক আমাদের কবরস্থানে কবরস্থ করতে চায়। এদিকে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর ইনচার্জ নুর মোহাম্মদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ সুরতহালের পর উর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্ত মোতাবেক লাশের পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা হবে।