সাইফুদ্দীন আল মোবারক :
টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৬২ হাজার পিস ইয়াবা, ২৩০ গ্রাম ক্রিস্টালমেথ -আইসসহ এক মাদক কারবারিকে আটক করেছে। আটক আসামি উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমোড়া এলাকার হাজি মো. নাজিম উল্লাহর ছেলে মোঃরফিক । ২ বিজিবি অধিনায়ক লেপ্টেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খাঁন আজ গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাদিমোড়া জুম্মাপাড়া মসজিদের সামনে রফিকের বসতবাড়িতে ইয়াবা ও ক্রিস্টালমেথ মজুদ রয়েছে, এমন তথ্য ছিল বিজিবির কাছে।উক্ত তথ্যের ভিত্তিতে সোমবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১২ টার দিকে বিজিবির একটি আভিযানিক দল উক্ত বাড়িতে অভিযানে যায়। অভিযানের একপর্যায়ে ঘরের সিলিং ফ্যানের উপরে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় ২ হাজার পিস ইয়াবা ও ২৩০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়। এসময় বাড়ির মালিক রফিককেও আটক করা হয়। অপর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাবরাং ইউনিয়নের পরিবেশ টাওয়ার এলাকার দক্ষিণে মো. সালাম প্রজেক্ট সংলগ্ন এলাকা থেকে ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। বিজিবি সদস্যদের দেখে পালিয়ে যাওয়ায় পাচারকারীদের আটক করা সম্ভব হয়নি। সোমবার (১৫ নভেম্বর) রাত ৩ টার সময় এসব ইয়াবা জব্দ হয়েছে জানান লেপ্টেন্যান্ট কর্ণেল ফয়সাল জাসান খান। । এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে বলেও জানান তিনি ।