এম এ হাসান
টেকনাফ মডেল থানা পুলিশের অভিযানে ৫ কোটি ২০ লাখ টাকার মূল্যমানের ১ কেজি ৪০ গ্রাম ক্রিস্টল মেথ আইসসহ মোহাম্মদ ইদ্রিস (৪০) নামে একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার (১০ অক্টোবর) গভীর রাতে টেকনাফ সদরের নাজির পাড়ার মৃত আজিজুর রহমান (প্রকাশ আজিরান) এর পুত্রের বাড়িতে ক্রয়-বিক্রয়ের জন্য ক্রিস্টল মেথ আইস রয়েছে।গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ। পুলিশের উপস্থিত পেয়ে ইদ্রিস (৪০) নামে এক ব্যক্তি বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ থাকে ধাওয়া করে আটক করে। পরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। তার স্বীকারোক্তি মতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা কাপড়ের বস্তা তল্লাশি করে ১কেজি ৪০ গ্রাম ক্রিস্টল মেথ আইস উদ্ধার করে। আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে উদ্ধার হওয়া আইস সহ কক্সবাজার জেলা আদালতে হস্তান্তর করা হয়েছে।