এম এ হাসান।
টেকনাফ উপজেলা হ্নীলা ইউনিয়নের পানখালী ভিলিজার পাড়া পাহাড় ধ্বসে নিহত পরিবারের মাঝে সাবেক এমপি বদি ও উপজেলা প্রশাসনের নগদ অর্থ প্রদান করেছেন।
(২৮ জুলাই) বুধবার বিকালে নিহতের বাড়িতে গিয়ে এ অর্থ স্বজনের হাতে তুলে দেওয়া হয়।
টেকনাফ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১ লক্ষ ২৫ হাজার টাকা ও সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুর রহমান বদি’র পক্ষ থেকে ৫০ হাজার টাকা ও এনজিও কোস্ট ট্রাস্টের পক্ষ থেকে ১০ হাজার টাকা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুর রহমান বদি, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আমিন আল পারভেজ, টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ পারভেজ চৌধুরী, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান, হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলীসহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গগণ
উপস্থিত ছিলেন।