এম এ হাসান,টেকনাফ।
টেকনাফ বাহারছড়া উত্তর শিলখালী এলাকায় দেবরের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ভাবিকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ করেন উত্তর শিলখালী মৃত মোহাম্মদ হোসেনের পুত্রবধু প্রবাসী মোহাম্মদ আলীর স্ত্রী সামিরা আক্তার(২৭)।
সামিরা আক্তার বলেন,আমার স্বামী প্রবাসে থাকে সেই সুযোগে আমার দেবর আজগর আলী(৩৪) দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছে।আমার ৪টা সন্তান রয়েছে।তার অনৈতিক প্রস্তাবের কথা স্বামীকে বলে দেওয়ায় বিদেশ থেকে আজগরকে মোবাইলে গালাগালি করলে আমার উপর ক্ষিপ্ত হয়।ফলে বাকবিতন্ডায় একপর্যায়ে আমাকে সুপারি গাছের টুকরো দিয়ে সজোরে আঘাতে এতে চোখে নিচে ফেটে প্রচুর রক্ত ঝরছে। শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি লাথি ঘুষি মারে পুরা শরীর ব্যাথা হয়ে গেছে।
ভিক্টিমের চাচা ইলিয়াস হেলালী জানান,তার দেবর দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব করছে তাতে রাজি না হওয়ায় মূলত এধরনের অত্যাচার করছে তার জন্য আইনের আশ্রয় নেওয়া হবে বলে জানান তিনি।