বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে পুলিশ সদস্যের বাসায় ঢুকে স্ত্রীকে ধর্ষণ, মোবাইলসহ নগদ অর্থ চুরি ‘জুলাই শহীদ দিবস’ রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে আজ জামিনে কারামুক্ত উখিয়া পালংখালীর চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী কুতুবদিয়া মগনামা চ্যানেলে সী- ট্রাক চালুর সম্ভাব্যতা যাচাইয়ে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান সরেজমিন পরিদর্শন রাজনৈতিক সহিংসতায় আহত ভারুয়াখালী ইউনিয়ন বিএনপি নেতার মৃত্যু! খুটাখালী কিশলয় স্কুলের এডহক কমিটির সভাপতি মনোনীত সহকারী এ্যার্টানী জেনারেল কুতুবউদ্দিন দরবেশকাটা উচ্চ বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবন উদ্বোধন করেন ইউএনও আতিকুর রহমান কক্সবাজারে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত:পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও জোরদার করতে হবে-এডিসি শিক্ষা কক্সবাজার পৌরসভায় জনভোগান্তি ও দুর্নীতির ফাঁদে পৌরবাসী অধ্যাপক আজিজুর রহমানের পিতার মৃত্যুতে দৈনিক রূপালী সৈকত পরিবারের শোক

টেকনাফে গরুর মাংসের কেজি ১০০০ টাকা, তদারকি নেই প্রশাসনের

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ২৮৫ বার পঠিত

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজার টেকনাফে কেজি ৮৫০ থেকে ১০০০ টাকা করে গরুর মাংস বিক্রি করার অভিযোগ ওঠেছে কসাইদের বিরুদ্ধে । অন্যান্য দিন গরুর মাংস ৬৫০ থেকে ৭৫০ টাকা কেজিতে বিক্রি হলেও শবে কদরের বাহানায় মাংস বিক্রি করছে ৮৫০ থেকে ১০০০ টাকায়।
মাংস কেনার সামর্থ না থাকায় অনেকে মাংসের দাম শুনে বাসায় ফিরে গেছেন বলে জানা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতাও বেড়ে যায়। দাঁড়াতে হয় লাইনে। মাংস কিনতে গেলে কসাইরা বলে একদাম ৮৫০ টাকা দামাদামি করলে এক হাজার!

শনিবার (৬ এপ্রিল) টেকনাফ পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাংসের বাজারে একই চিত্র দেখা গেছে।

সোহেল রানা বাপ্পি নামের হ্নীলার একজন ক্রেতা জানান,আবু ছিদ্দিকের দোকান থেকে ৮০০ টাকা করে আমি গরুর মাংস কিনেছি। দাম গরীবের নাগালের বাহিরে যেন দেখার কেউ নেই। প্রথম গেছি বলেই একটু কম পাইছি এখন আরো বেড়েছে।

সাধারণ মানুষের অভিযোগ,উপজেলা প্রশাসনের উদাসীনতার সুযোগে কসাইগণ এত উচ্চ দামে মাংস বিক্রি করার সুযোগ পেয়েছে। টেকনাফে মাংসের বাজারে ভোক্তা অধিকার বা উপজেলা নির্বাহী অফিসার সঠিকভাবে মনিটরিং করছেন না বলে অভিযোগ ওঠেছে।
হ্নীলা মাংসের দোকানের সামনে দাঁড়ানো কয়েকজন ব্যক্তি জানান,সকাল থেকে চড়াদামে মাংস বিক্রি হচ্ছে। মাংসের বাজারে কারো নজরদারি নেই। সর্বনিম্ন ৮৫০ টাকা হলেও প্রকারভেদে ১০০০ টাকা দাম নিচ্ছে। বিশেষ করে রোহিঙ্গাদের চাহিদার কারণে কসাইরা মাংসের দাম অতিরিক্ত নিচ্ছে বলে মন্তব্য করেন সচেতন মহল।

কক্সবাজার সিটি কলেজের প্রভাষক ও স্থানীয় নাগরিক এহসান উদ্দিন বলেন,গতকাল আমরা গরু কিনতে চেয়েছিলাম কিন্তু সিন্ডিকেটের কারণে আমাদের গরু বিক্রি করতে চাইনি। ৬০০ টাকা করে মাংস বিক্রি করা কোনো ব্যাপারই না। বাজারে প্রশাসনের কোনো তদারকি নেই বলে জানিয়ে তিনি জানান, প্রশাসন তদারকি করলে অবশ্যই দাম কমে আসতো,তবে বাজারে প্রশাসনের কোনো হস্তক্ষেপ নেই।

এদিকে মাংসের বাজারে দাম বেশি নিচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে অনেকে লেখালিখি করেছেন। তবে এসব প্রশাসনের নজরে পড়েনি ।

আলী হোসেন শোভন বলেন, ৯০০টাকায় মাংস কিনেছি। অনেক গরীব মানুষ আধাকেজি মাংসের জন্য দাঁড়িয়ে আছে দোকানে। তবে বাজারে প্রশাসনের কোনো তদারকি নেই বলে জানান তিনি।

উপজেলা নির্বাহী অফিসার মো: আদনান চৌধুরীর মুঠোফোনে কয়েকবার কল দিলেও রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs