টেকনাফ প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাংয়ে অভিযান চালিয়ে ১লাখ ৩৩ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড। বুধবার (১০ নভেম্বর) ভোর রাতে সাবরাং ইউপির মুন্ডার ডেইল ঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। তবে ইয়াবাগুলো জব্দ করা হলেও পাচারকারীরা পালিয়ে যায়। টেকনাফ কোস্টগার্ড স্টেশন কামান্ডার লে. কমান্ডার এম নাঈম-উল হক দুপুরে গণমাধ্যমে এ তথ্য নশ্চিতি করে জানান, সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল ঘাট সংলগ্ন এলাকায় ইয়াবা পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ কোস্টগার্ড সদস্যরা অভিযান পরিচালনা করেন। এ সময় দ্’ুজন ব্যক্তিকে বস্তা কাঁধে দেখলে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদরে থামানোর সংকেত দেয়। পাচারকারীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে সাদা রঙয়ের দ্’ুটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত বস্তা তল্লাশি করে ১ লাখ ৩৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করে কোস্টগার্ড। উদ্ধার করা ইয়াবা আইনি প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।