এম এ হাসান:
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফ পৌরসভার ৯নং ওয়ার্ডের জালিয়া পাড়া এলাকায় টেকনাফ মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ও নগদ ৬ লাখ টাকাসহ মৃত রফিক (প্রকাশ পুতইন্না) এর পুত্র মোঃ সেলিম(৪২) কে আটক করেছে। বুধবার (৯ ফেব্রুয়ারি ) বিকালে টেকনাফ পৌরসভা ৯নং ওয়ার্ডের জালিয়া পাড়া এলাকার সেলিমের বসত বাড়ি থেকে ২০ হাজার পিস ইয়াবা ও নগদ ৬ লাখ টাকা উদ্ধার করে পুলিশ। দুপুরে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মো: হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেলিম এর বসতঘর থেকে ২০ হাজার পিস ইয়াবা ও ৬ লাখ টাকাসহ তাকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, জব্দকৃত মাদকসহ গ্রেফতার আসামিকে মাদক আইনের মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।