সাইফুদ্দীন আল মোবারক :
টেকনাফ হ্নীলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র্যাব-১৫’র সহযোগিতায় অভিযান চালিয়ে ১১হাজার পিস ইয়াবা,৮শত গ্রাম মাদকআইস ও ২টি দেশিয় রাইফেল ১৩রাউন্ড তাজাগুলি ৪টি দেশিয় ধারালো অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার আসামি হ্নীলা লেচুয়াপ্রাংয়ের মোহাম্মদ জামালের ছেলে আলমগীর।
মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকাল সাড়ে চারদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারি পরিচালক সিরাজুল মোস্তফা মুকুল গণ্যমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান,সোমবার ভোররাত সাড়ে পাঁচটারদিকে গোপন তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য অধিদপ্তরের টেকনাফ জোনের সহকারি পরিচালক সিরাজুল মোস্তফার নেতৃত্তে র্যাব ১৫-এর সহযোগিতায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউপির লেচুয়াপ্রাংয়ের জামালের বসতবাড়িতে অভিযানে চালিয়ে আলমগীরকে আটক করা হয়েছে। এসময় তার হেফাজতে থাকা ১১হাজার পিস ইয়াবা,৮০০গ্রাম ক্রিস্টামেথ,২টি দেশিয় রাইফেল, ১৩রাউন্ড তাজাগুলি,৪টি দেশিয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।ধৃত আসামির বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সিরাজুল মোস্তফা।