সাইফুদ্দীন আল মোবারক, টেকনাফ।কক্সবাজার টেকনাফে ডাকাত পুতিয়ার গ্রুপের সদস্য অপহরণ মামলার এক আসামীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৬এপিবিএন) এর সদস্যরা ।আটককৃত আসামী নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের ৬৬৮ এইচ শেড ব¬ক এর ২নং রুমের বাসিন্দা জামাল হোছনের ছেলে বলে জানা যায়। রবিবার (১৮ই এপ্রিল) নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের এইচ ব¬কস্থ আব্দুর রশিদ মার্কেট এর পশ্চিম পাশে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে ১৬ এপিবিএন পুলিশের কমান্ডিন অফিসার তারিকুল ইসলাম জানান,রবিবার সোয়া দুই ঘটিকার সময় নয়াপাড়া এপিবিএন পুলিশের সদস্যরা তালিকাভুক্ত সন্ত্রাসী,অবৈধ অস্ত্র ও মাদক দ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা কালে আব্দুর রশিদ মার্কেটের ফাঁকা জায়গা হতে সন্ত্রাসী পুতিয়া গ্রুপের সক্রিয় সদস্য এবং বাঙ্গালীদের অপহরণ মামলার এজাহার ভূক্ত পলাতক আসামী জোবায়ের কে গ্রেফতার করা হয়। তারবিরুদ্ধে টেকনাফ মডেল থানায় ৩১ নং মামলার ১৪৩,৩৪১,৩০৭,৩২৩,৩২৪,৩২৫,৩৬৪,৩৬৫,৩৪ ধারায় মামলা রয়েছে । ধৃত আসামীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।