জুবাইরুল ইসলাম জুয়েল।
কক্সবাজারের টেকনাফ উপকূলীয় এলাকার কালা মেম্বারের চরাঞ্চলের ঝাউবন থেকে কোস্টগার্ডের অভিযানে ৪২ হাজার পিস ইয়াবার চালান জব্দ করেছে। বুধবার (২২সেপ্টেম্বর) ভোররাত আড়াই টারদিকে এসব মাদকদ্রব্য ইয়াবা পরিত্যাক্ত অবস্থায় জব্দ করা হয়। কোস্টগার্ড টেকনাফ (বিসিজি) স্টেশনের দেওয়া প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয় মিয়ানমার হতে সাগর পথে মাদকের চালান আসার গোপন সংবাদ পেয়ে টেকনাফ কোস্টগার্ডের স্টেশন লেঃ কমান্ডার এম নাঈম উল হকের নেতৃত্বে কোস্টগার্ডের একটি দল সাবরাং কাঁটাবুনিয়া কালা মেম্বারের চরাঞ্চল সংলগ্ন এলাকায় অভিযানে যায়। হঠাৎ একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা সমুদ্র হতে সাগর পাড়ে আসার সময় সন্দেহজনক মনে হলে উক্ত নৌকায় টর্চ লাইট এবং বাঁশির মাধ্যমে থামানোর সংকেত দিলে কোস্টগার্ডের উপস্থিতি জানতে পেরে উক্ত কাঠের নৌকা থেকে সাদা রংয়ের একটি প্লাস্টিকের বস্তা সাগরে ফেলে দিয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। পরবর্তী বস্তাটি তল্লাশী করে ৪২ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
এদিকে টেকনাফ বিসিজি পূর্ব জূন কোস্টগার্ডের স্টেশন মিডিয়া কর্মকর্তা লেঃ বিএন খন্দকার মুনিফ তকি জানান, জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়ে। তিনি আরো জানান বাংলাদেশ কোস্টগার্ডের আওতাধীন এলাকাসমূহে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি,দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রোধে কোস্টগার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতে ও থাকবে।