প্রেসবিজ্ঞপ্তি:
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কক্সবাজার জেলা শাখার উদ্যোগে গতকাল সোমবার (২৩/১০/২০২৩) নবাগত ডিপিওকে আনুষ্ঠানিক ভাবে জেলা প্রাথমিক শিক্ষা অফিস হল রুমে বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা সমিতির সভাপতি এস.এম. কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্বর্ধিত অতিথি ছিলেন মোঃ শহিদুল আজম নবযোগদানকৃত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। বিশেষ অতিথি ছিলেন—এডিপিইও মোহাম্মদ সাজ্জাদ, বীর মুক্তিযোদ্ধা মাস্টার নুরুল আজিম, মোঃ রফিকুল ইসলাম। জেলা সম্পাদক সৈয়দ নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সম্পাদক শহীদুল আলম, জেলা সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ জাকারিয়া, কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, টেকনাফ উপজেলা সভাপতি এরশাদুর রহমান, চকরিয়া উপজেলা সভাপতি শাহাদত হোসেন, পেকুয়া উপজেলা সভাপতি হানিফ চৌধুরী, উখিয়া উপজেলা সম্পাদক সৈয়দ আলম, সদর উপজেলা সম্পাদক জামাল উদ্দিন, মহেশখালী উপজেলা যুগ্ম সম্পাদক জেমসেন বড়–য়া, জেলা সহ—সভাপতি আবদুল মান্নান, জেলা সহ—সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, জেলা—সহ—সভাপতি মিজবাহুল আলম, চকরিয়া সম্পাদক শিব্বির আহমদ, ফখরুদ্দিন টিটু, সেকান্দর আলী, হারুন চৌধুরী, মুজিবুল হক, নুরুল আবছার, মোশারফ হোসেন, কিশোর কুমার দর, আক্তার আহমদ, হেলাল উদ্দিন, হোসাইন আহমদ তসলিম, মোহাম্মদ আলম, তাজ উদ্দিন, সিদ্দিকুল আজাদ রাশেদ, সোহেল সরওয়ার চৌধুরী, নুরুল আমিন, শাহানাজ পারভিন, ডেজিনা ইয়াছমিন, মোঃ ইউনুছ, জসিম উদ্দিন, সমশের নেওয়াজ মুক্তা, লুৎফুর রহমান, আব্বাস উদ্দিন, হেলাল উদ্দিন, কুতুব উদ্দিন, মোঃ জহির, নজিবুল আলম, জাহাঙ্গীর আলম, সংকেশ বড়–য়া, টিটু বড়–য়া, দিল মোহাম্মদ, হামিদুর রহমান, ওবাইদুল হক, রেজাউল করিম, হারুনুর রশিদ, আতাহার হোসেন, সোবরাব হোসেন প্রমুখ।
সভায় নবযোগদানকৃত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেলার শিক্ষার মান উন্নয়নে শিক্ষক সমাজের উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালনের মাধ্যমে স্মাট বাংলাদেশ তৈরীতে স্মাট নাগরিক সৃষ্টি ব্যাপারে ভুমিকা রাখার আহবান জানান। শিক্ষা ব্যবস্থায় পিছিয়ে পড়া এই জেলাকে জাতীয় পর্যায়ে মান উন্নীত করতে গুনগত শিক্ষা নিশ্চিত করার জন্য শিক্ষক সমাজের প্রতি আহবান জানান। সভায় কক্সবাজার জেলা ২ জন কৃতি শিক্ষক শমসের নেওয়াজ মুক্তা ও মোহাম্মদ ইউনুছ খান চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ায় ডিপিইও এবং অন্যান্য অতিথিদের মাধ্যমে সমিতির পক্ষ থেকে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধিত করা হয়।