মিজানুর রহমান,স্টাফ রিপোর্টার।
কক্সবাজারের বিভিন্ন উপজেলার অসহায় ও হত দরিদ্রের মাঝে জেলা প্রশাসকের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করলেন জেলা আওয়ামিলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর ।
করোনাভাইরাস মহামারির বিস্তার নিয়ন্ত্রণে চলমান লকডাউনে কক্সবাজারের বিভিন্ন উপজেলার কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে জেলা প্রশাসকের পক্ষ থেকে এই ত্রাণ দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকেল ৩টায় কক্সবাজার ঈদগাঁও ময়দানে সামাজিক দূরত্ব মেনে অসহায় পরিবারের মধ্যে এসব উপহারসামগ্রী বিতরণ করেন এডিসি জেনারেল ও জেলা আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী।
উপহার সামগ্রী হিসেবে প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল, মসুর ডাল ৫০০ গ্রাম, এবং ১ লিটার তেল।
এ সময় জেলা আওয়ামিলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী বলেন,সবাইকে সরকারি চলমান লকডাউন মেনে, এবং স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। কেননা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের অবস্থা খুবই ভয়াবহ, আল্লাহ তায়ালা যেন আমাদের সবাইকে সুস্থতা দান করেন।
তাই মাননীয় প্রধানমন্ত্রী ও জজননেত্রী শেখ হাসিনা এই উপহার গুলো আপনাদের জন্য পাঠিয়েছে ।