মোঃ ওসমান গণি
কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। অদ্য ৫ অক্টোবর মঙ্গলবার সকাল নয়টার সময় কক্সবাজার পুলিশ লাইনে উক্ত সভায় সভাপতিত্ব করেন মোঃ হাসানুজ্জামান, পিপিএম, পুলিশ সুপার, কক্সবাজার। কল্যাণ সভায় কক্সবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আগত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগন তাদের সমস্যা ও অনুভুতির কথা কল্যাণ সভায় উপস্থাপন করেন। পুলিশ সুপার মহোদয় তাদের বক্তব্য ও আবেদন ধৈর্য সহকারে শ্রবণ করেন এবং বেশ কয়েকটি সমস্যার তাৎক্ষণিক সমাধান করেন। সভাপতি মহোদয় কল্যাণ সভায় উপস্থিত সকল পুলিশ সদস্যদের প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। এইদিকে আসন্ন শারদীয়,দুর্গাপূজাকে সামনে রেখে আইন শৃংখলা নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা করেন জেলা পুলিশের উদ্যােগে মতবিনিময় সভা করেন জেলা পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম।
সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ রফিকুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশ, সাধারণ সম্পাদক বাবুল শর্মা, সহ-সভাপতি রতন দাশ, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বেন্টু দাশ, সাধারণ সম্পাদক জনি ধর, সদর উপজেলা শাখার সভাপতি এডভোকেট বাপ্পি শর্মা, সাধারণ সম্পাদক সাংবাদিক বলরাম দাশ অনুপম। সভায় জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তা এবং সকল থানার ওসিবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় পুলিশ সুপার বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে সবোর্চ্চ নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। তিনি বলেন, পূজোয় যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে নজর থাকবে।