নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দামের আস্থাভাজন হিসাবে পরিচিত হওয়ায় জুলাই আন্দোলনকে দমানোর জন্য স্বসস্ত্র হামলাকারী ৯ নং ওয়ার্ড দক্ষিণ ঘোনারপাড়ার আরিফ পুলিশের হাতে অবশেষে আটক হয়েছে। ৯ মে রাত ১০টার দিকে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ থাকে আটক করেন।
সূত্রে জানা যায়, সাদ্দামের নির্দেশে কক্সবাজারে জুলাই আন্দোলন দমনে নেতৃত্ব দেওয়া ও আন্দোলনকারী সাধারণ ছাত্রদের নামে ২১ জুলাই ২৪সালে সদর থানার এসআই রোকুনুজ্জামান বাদী হয়ে একটি মামলা হয়। সেই মামলায় তার অন্যতম স্বাক্ষী হিসাবে মামলার আরজিতে আরিফের নাম দেখা যায়। এ ছাড়া আন্দোলন চলাকালে শহরের সাধারণ ছাত্রদের বাড়ি বাড়ি গিয়ে এবং মোবাইল ফোনে বিভন্ন প্রাণ নাশের হুমকি দাতা হিসাবে আরিফের নামে রয়েছে ব্যাপক অভিযোগ। ৫ আগস্ট পরবর্তী সময়ে তার নেতৃত্বে থাকা কিশোর গ্যাং দিয়ে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ রয়েছে। ৫ আগস্ট পরবর্তী সময়ে পরিবারের এক সদস্য নব্য বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ততার সুবাদে এতদিন মুক্তভাবে বিচরণ করলে ও আজ ৯ আগস্ট রাতে তাকে কক্সবাজার থানা পুলিশ গ্রেফ্তার করতে সক্ষম হয়।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইলিয়াছ খাঁন, আটকের বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, জেলা ছাত্রলীগের নেতা আরিফের মামলা আছে। বিভিন্ন অভিযোগে তাকে আটক করা হয়।