শেফাইল উদ্দিন।
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও থানাধীন জালালাবাদ ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডস্থ সৌদি প্রবাসী হাফেজ সৈয়দ করিমের জমিতে ঘর ও প্রাচীর নির্মানে স্থানীয় মাদকসেবি কর্তৃক বাঁধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে৷ তাদের দাবি, নির্মান কাজ করতে হলে মোটা অংকের চাঁদা দিতে হবে, অন্যথায় কিছুতেই নির্মান কাজ করতে দিবে না বলে জানিয়ে দিয়েছে
ঘর নির্মানে দাবীকৃত চাঁদা না পেয়ে পেয়ে কয়েক দফা হামলা করে সীমানার প্রচীর ভেঙে নির্মান কাজে ব্যবহ্রত বিভিন্ন মালামাল লুট ও হুমকি দমকির সুরাহা চেয়ে সৌদি প্রবাসী হাফেজ মুহাম্মদ সৈয়দ করিমের স্ত্রী রাশেদা বেগম গত ৩১/০৫/’২১ ইংরেজি তারিখে ঈদগাঁও থানায় অভিযোগ দায়ের করেন৷
অভিযোগে জানা যায়, অভিযোগকারী রাশেদা বেগমের জমিতে সীমানার প্রাচীর নির্মানের কাজ শুরু করলে অভিযুক্ত সামছুল আলম,ওমর ফারুক, জয়নাল আবেদীনের নেতৃত্বে ১০/১৫ জন মাদকসেবি নির্মান শ্রমিকের উপর হামলা করে হুমকি দমকি দিয়ে অর্ধ লক্ষাধিক টাকার বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়৷ ।
সৌদি প্রবাসী হাফেজ সৈয়দ করিমমুঠোফোনে জানান ।
স্থানীয় মাদকসেবিরা বার বার চাঁদা দাবী করলে দিতে অপারগতা জানালে হামলা চালিয়ে মালামাল নিয়ে যায় এবং প্রতিদিন স্ত্রীকে হুমকি দমকি দিয়ে যাচ্ছে । তিনি অভিযোগেটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয়দের দাবি, পরিবারের একমাত্র ব্যক্তি সৌদি আরবে থাকার কারণে সৈয়দ করিমের পরিবারের উপর স্থানীয় চিহ্নিত সস্ত্রাসীরা অমানবিক আচরণ করছে,যা আইনবহির্ভূত ৷
ঈদগাঁও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, ঘটনা শুনেছি, অপরাধীদের বিরুদ্ধে শীঘ্রই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।