শেফাইল উদ্দিন:
কক্সবাজারের ঈদগাঁওতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক রেমিট্যান্স যোদ্ধার বশত বাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগে উঠেছে। এ ঘটনায় দু পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
মঙ্গলবার ( ৫ নভেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার জালালাবাদ ইউনিয়নের বাহারছড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, জালালাবাদের বাহারছড়া গ্রামের রেমিট্যান্স যোদ্ধা শফি আলমের বাড়িতে গাছ কাটার সময় গাছের ছোট্ট ডাল পড়ে পার্শ্ববর্তী বাড়ির টিনের চালে। এ ঘটনাকে কেন্দ্র করে বাক বিতণ্ডার এক পর্যায়ে ঐ বাড়ির মোক্তার আহমদ ,কামাল হোসেন, মামুন, হারুন,ফরমোজা ,হোমাইরা,রুমেনা ও রিফা দা লাঠি দিয়ে রেমিট্যান্স যোদ্ধার বশত বাড়িতে হামলা ও ভাংচুর চালায়। বাড়ির টিনের ঘেরা ও গাছ পালা কেটে ফেলে। বাড়ির লোকজন এগিয়ে আসলে তাদের উপর হামলা করে। এ সময় এক পথচারী তাদের হামলায় আহত হয় এবং হামলাকারীদের একজন ভাংচুর করার সময় টিনের মধ্যে আঘাত পায়।
রেমিট্যান্স যোদ্ধ শফি আলমের স্ত্রী দিলারা বেগমের সাথে কথা হলে ঘটনা সত্যতা নিশ্চিত করেন এবং বিষয়টি স্থানীয় মেম্বার ও চেয়ারম্যান কে জানানো হয়েছে বলে জানান।
স্থানীয় মেম্বার নেজাম উদ্দিন জানান এ ঘটনার খবর পেয়েছেন এবং ঘটনা স্থলে যাওয়া হবে ।
অভিযোগ উঠা পক্ষের কামাল হোসেনের সাথে কথা হলে জানান, তাদের পক্ষের একজন আহত হয়েছে তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।