সেখানকার ফুটখালি জামে মসজিদ সংলগ্ন একটি বসত বাড়িতে বসবাস করত রিয়া মনি (১৯) যার স্বামী পেশায় একজন অটো চালক।দুর্ভাগ্যজনকভাবে গত ১৯/০৬/ ২০২৫ ইং তারিখ সন্ধ্যা আনুমানিক ৭ টার দিকে রিয়া মনি নিজ বাড়ি হতে অদূরে পার্শ্ববর্তী খালার বাড়িতে যাওয়ার সময় দলছুট একটি বন্য হাতির চলাচলের সামনে পড়ে গিয়ে আ/ক্রমণে আ/হত হন। পরবর্তীতে কক্সবাজার সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ/ত ঘোষনা করেন।
২০/০৬/২৫ তারিখ তাকে উপজেলা প্রশাসন এবং কক্সবাজার সদর থানার সহায়তায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে সদর হাসপাতাল হতে বাবার বাড়িতে দা/ফনের জন্য নিয়ে গেলে উপজেলা নির্বাহী অফিসার, কক্সবাজার সদর, ঝিলংঝা রেঞ্জের বিট অফিসার সহ তাদের বাড়িতে গিয়ে সমবেদনা প্রকাশ করেন,রিয়া মনির ১৪ মাস বয়সী মেয়েটির সার্বিক খোজ খবর নেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।