সংবাদ বিজ্ঞপ্তি
“নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করি, সুস্থ-সবল বাংলাদেশ গড়ি” এ প্রতিপাদ্যে কক্সবাজারে উদযাপিত হয়েছে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস। কক্সবাজার জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, হাত ধোয়া বিষয়ক মহড়া, সচেতনতামূলক বর্ণাঢ্য র্যালীসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । বুধবার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে এসব কর্মসূচীর উদ্বোধন করা হয়। পরে জেলা প্রশাসনের উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ ইকবাল। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ঋত্বিক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা আওয়ামলীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী,ইউনিসেফ- ওয়াশ সেক্টর সমন্বয়কারী ড্যামিয়েন সিল,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হামিদা তাহের,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আবুল মনজুরসহ এনজিও প্রতিনিধিরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ইউনিসেফ-ওয়াশ প্রকল্প কর্মকর্তা সাজেদা বেগম। এরপরে দিবসটি উপলক্ষে সচেতনতামূলক এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালিটি বের হয়ে হোটেল মোটেল জোনের সুগন্ধা-কলাতলী ডলফিন মোড় প্রদক্ষিণ করে এবং হাত ধোয়া বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।