বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে পুলিশ সদস্যের বাসায় ঢুকে স্ত্রীকে ধর্ষণ, মোবাইলসহ নগদ অর্থ চুরি ‘জুলাই শহীদ দিবস’ রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে আজ জামিনে কারামুক্ত উখিয়া পালংখালীর চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী কুতুবদিয়া মগনামা চ্যানেলে সী- ট্রাক চালুর সম্ভাব্যতা যাচাইয়ে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান সরেজমিন পরিদর্শন রাজনৈতিক সহিংসতায় আহত ভারুয়াখালী ইউনিয়ন বিএনপি নেতার মৃত্যু! খুটাখালী কিশলয় স্কুলের এডহক কমিটির সভাপতি মনোনীত সহকারী এ্যার্টানী জেনারেল কুতুবউদ্দিন দরবেশকাটা উচ্চ বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবন উদ্বোধন করেন ইউএনও আতিকুর রহমান কক্সবাজারে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত:পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও জোরদার করতে হবে-এডিসি শিক্ষা কক্সবাজার পৌরসভায় জনভোগান্তি ও দুর্নীতির ফাঁদে পৌরবাসী অধ্যাপক আজিজুর রহমানের পিতার মৃত্যুতে দৈনিক রূপালী সৈকত পরিবারের শোক

জলবায়ু পরিবর্তনের অভিঘাতে জর্জরিত কক্সবাজারের সবচেয়ে ছোট গ্রাম কুতুবদিয়ার”খুদিয়ারটেক”

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৫৬ বার পঠিত

এম.শহীদুল ইসলাম,কুতুবদিয়া(কক্সবাজার)সংবাদদাতা:

কক্সবাজার জেলার সবচেয়ে ছোট গ্রাম দ্বীপ উপজেলা কুতুবদিয়ার খুদিয়ারটেক নামক গ্রামটি। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ক্ষতিগ্রস্থ একটি গ্রাম। জেলার সবচেয়ে ছোট গ্রাম হিসেবে পরিচিত খুদিয়ারটেক গ্রামের মোট ভোটার সংখ্যা ১০২ জন। এরমধ্যে মহিলা ভোটার সংখ্যা ৪৮ জন। গ্রামের জনসংখ্যা প্রায় দুইশ হলেও শিশুসহ ২৫ জনের ৭টি পরিবার এখনো জন্মস্থানের শেকড় আকড়ে বসবাস করছে। এ খুদিয়ারটেক গ্রামটি এখন অস্তিত্বহীন হয়ে বর্তমানে দক্ষিণ সাইট পাড়া ও উত্তর সাইট পাড়া হিসেবে পরিচিত। এদিকে, সচেতন মহলের মতে খুদিয়ারটেক শুধু কুতুবদিয়ার নয় কক্সবাজার জেলার সবচেয়ে ছোট গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, বিগত ১৯৯১ সালের ২৯ এপ্রিলের প্রলয়ংকারী ঘূর্ণিঝড়ে এই গ্রামটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়। এখানকার অধিবাসীরা সরাসরি নিজেদের বসতবাড়ী সাগরে বিলীন হতে দেখেছে। ওই এলাকার বাসিন্দারা বর্তমানে বিক্ষিপ্তভাবে বিভিন্ন এলাকায় বসবাস করে আসছে।

স্থানীয় মনজুরা বেগমসহ অনেকেই বলেন, খুদিয়ারটেক সাগরে বিলীন হলেও একই ইউনিয়নের তাবলেরচরের দক্ষিণ দিকে বেড়ীবাঁধের পাদদেশে ৭টি পরিবার বসবাস করছে। তাদের আর্থিক দূরাবস্থার কারণে মানবেতর ভাবে জীবন যাপন করছেন। ব্যবহার করতে হচ্ছে পলিথিন মোড়ানো ঘর। এতে নানান বঞ্চনা, দুর্ভোগ দুর্গতির কথাও বলেন তারা।

এব্যাপারে, ইউপি সদস্য আনোয়ারা বেগম বলেন, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৪ ভোটে জয়ী হয়েছেন তিনি। খুদিয়ারটেকে এখনও ১০২ জন ভোটার রয়েছে। তবে, ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের পর থেকে আস্তে আস্তে সাগরে বিলীন হয় এ খুদিয়ারটেক। সেই থেকে বিলীন হওয়া খুদিয়ারটেকের উত্তর পাশে তাবলেরচরের স্লুইসগেট সংলগ্ন এলাকায় স্থায়ীভাবে বসবাস করছে ৭টি পরিবার। এছাড়াও ৫০টি পরিবার ওই ইউনিয়নের ৩, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে বসবাস করছেন বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs