সংবাদ বিজ্ঞপ্তি :
কক্সবাজারের ঐতিহ্যবাহী কারাতে ক্রীড়া সংগঠন জয় কারাতে একাডেমির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে কমিটি সংস্কার করা হয়। চলতি মাসে টুর্নামেন্ট বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে।
গতকাল বিকেলে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের সম্মেলন কক্ষে জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য, পৌর কাউন্সিলর আমিনুল ইসলাম মুকুলের সভাপতিত্বে এবং জেলা উশু এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ সেলিমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিএসএ’র সাবেক সদস্য, সমাজ কর্মী আবছার কামাল, একাডেমির সাধারণ সম্পাদক জয়দেব পাল, একাডেমির প্রচার সম্পাদক, ক্রীড়া সাংবাদিক ও সংগঠক আনোয়ার হাসান চৌধুরী ও সদস্য প্রকৌশলী মো: কায়সার আলম।
উপস্থিত ছিলেন একাডেমির যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মো: শাহেদুল আলম, আরিফ রেজা, প্রতাপ শর্মা, সাংগঠনিক সম্পাদক মুবিনুল ইসলাম মুবিন ও মহিলা বিষয়ক সম্পাদক মুন্নি পাল প্রমুখ।
সভায় নবাগত সভাপতি আমিনুল ইসলাম মুকুল এবং সিনিয়র সহ সভাপতি আবছার কামালকে ফুল দিয়ে বরণ করা হয়। তাদের যোগ্য নেতৃত্বে একাডেমির কার্যক্রম এগিয়ে নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য, জয় কারাতে একাডেমি বাংলাদেশ কারাতে ফেডারেশন, জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় দীর্ঘদিন ধরে সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে।
এ জাতীয় আরো খবর..